নতুন প্রক্রিয়ার সন্ধান মিলেছে: মানুষের আয়ু হবে ১২০ বছর!

সিলেট সুরমা ডেস্ক : মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় এবং ইনসেটে ড. ম্যাক্সিম সুকুলাচেভ মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় এবং ইনসেটে ড. ম্যাক্সিম সুকুলাচেভ ২৭ নভেম্বর (রেডিও তেহরান): রাশিয়ার বিজ্ঞানীরা মানুষের বুড়ো হয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করতে পারে এমন এক পদ্ধতির খোঁজ পেয়েছেন।  ইঁদুর, মাছ এবং কুকুরের ওপর এরইমধ্যে নতুন এ প্রক্রিয়ার পরীক্ষা চালানো হয়েছে। এটি প্রয়োগ করে মানুষের আয়ু ১২০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব বলে আশা করছেন রুশ বিজ্ঞানীরা। ছোট ছোট ইট গেঁথে বিশাল ইমারত গড়ে তোলা হয়। একইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কোষকলার সমন্বয়ে গড়ে উঠেছে মানুষসহ সব প্রাণীদেহ। দেহকোষের শক্তির যোগান দেয় মাইটোকন্ড্রিয়া … Continue reading নতুন প্রক্রিয়ার সন্ধান মিলেছে: মানুষের আয়ু হবে ১২০ বছর!